অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৬ সেপ্টেম্বর: কংগ্রেসের সাঁকরাইল ব্লক কমিটির পক্ষ থেকে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এবং কংগ্রেস নেতা সৌমেন মিত্রে প্রতিকৃতিতে মাল্যদান দান করে শ্রদ্ধা নিবেদন করা হল রবিবার। সাঁকরাইল গ্রামে ব্লক কংগ্রেসের কার্যালয়ে একটি একটি অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচি করা হয়। উপস্থিত ছিলেন, সাঁকরাইল ব্লক কমিটির সভাপতি, শ্যামল কুমার সাউ, ঝাড়গ্রাম জেলা কংগ্রেসের সহ-সভাপতি, মৃত্যুঞ্জয় দে প্রমুখ।


