মেদিনীপুরের বিষরা গ্রামে শবর পাড়ার ৯০ টি পরিবারের হাতে নতুন বস্ত্র তুলে দিল সংকল্প ফাউন্ডেশন

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২ নভেম্বর: মেদিনীপুর সদর ব্লকের বিষরা গ্রামে শবর পাড়ার ৯০টি পরিবারের হাতে নতুন ব্স্ত্র উপহার হিসেবে তুলে দিল মেদিনীপুরের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন সংকল্প ফাউন্ডেশন। আদিম জনজাতিদের এক অন্যতম প্রাচীন উৎসব “বঁধনা পরব”। এই উৎসবে শবররা নতুন পোশাক পরেন। তাই তাদের জন্য সংকল্প ফাউন্ডেশন প্রতি বছরের মতো এবছর‌ও এই প্রয়াস প্রয়াস নিয়েছে।

ফাউন্ডেশন আয়োজিত এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন সমাজসেবী মুকুল সামন্ত ও শম্ভু মুখার্জি। ছিলেন ফাউন্ডেশনের ডাইরেক্টর ডঃ শান্তনু পাণ্ডা।অনুষ্ঠানের সূচনা করে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা গোপাল সাহা। সম্পাদিকা পারমিতা সাউ বলেন, “লোধা শবরদের নতুন পোশাক দান করতে পেরে আমরা আনন্দিত, আগামী দিনে এই গ্রামে স্বাস্থ্য পরীক্ষা শিবির করবো”। 

ফাউন্ডেশনের সদস্য দীপেশ দে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন।  অনুষ্ঠান সঞ্চালনা করেন পিন্টু সাউ ও আনিস সাউ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *