জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৯ আগস্ট:
শাসক দলের পক্ষে ৯০% খবর করেও বেধড়ক মার খেতে হল কেশিয়াড়ির তরুণ সাংবাদিক সঞ্জয় দাসকে। দুয়ারে সরকার থেকে লক্ষ্মীর ভান্ডার, তার সমস্ত খবরের শিরোনামে থাকে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার। কিন্তু তারপরেও সংবাদ কর্মীদের নিগৃহীত হওয়ার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা, দাঁতন, নারায়ণগড়, কেশিয়াড়ি ও মোহনপুর এলাকায় সরকারের অনুষ্ঠান কিংবা শাসকদলের কর্মসূচিতে ডাক পড়ে স্থানীয় তরুণ সাংবাদিক সঞ্জয় দাসের। সেই সঞ্জয় দাসকেই বেধড়ক পেটালেন একদল উন্মত্ত তৃনমূল কর্মী সমর্থক।”
“সঞ্জয়ের অপরাধ, সে দাঁতনে একটি কর্মসূচিতে অংশ নিতে যাওয়া বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ঘিরে তৃণমূল কর্মীদের বিক্ষোভের ভিডিও করছিলেন। তৃণমূলের এই কর্মসূচি কোনও গোপন কর্মসূচি ছিল না। তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বও দিলীপ ঘোষের গাড়ি আটকে বিক্ষোভ দেখানোর ঘটনাকে জনগণের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ বলে উল্লেখ করেছেন। সেই বিক্ষোভের ছবি করার ঘটনা কোন অপরাধের মধ্যে পড়ে তা নিয়ে প্রশ্ন উঠেছে”।

