আমাদের ভারত, হুগলী, ৭ জুলাই: শিক্ষা দফতরের নির্দেশে মিড ডে মিলের খাদ্য সামগ্ৰী বিতরণের সঙ্গে ছাত্র -ছাত্রীদের ১টি করে স্যানিটাইজার দেওয়া হল। এই স্যানিটাইজার অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়। কামারকুন্ডু গ্রাম পঞ্চায়েতের দৌলতপুর ডিডি ভারতী বালিকা বিদ্যালয়ের ঘটনা।
গত কাল থেকে এই স্যানিটাইজার দেওয়া শুরু হয়েছে। গতকাল পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির ছাত্রীদের দেওয়া হয়। আজ সপ্তম অষ্টম শ্রেণির মিড ডে মিলের চাল, আলু, ডাল বিতরণের সময় ছাত্রীদের খাতা, বই, হোম ট্যাস্ক সহ স্যানিটাইজার দেওয়া হয়। করোনা মোকাবিলায় ভালো করে হাত, পা, মুখ ধোয়ার জন্য সরকার থেকে বলা হলেও সরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রীদের জন্য এই প্রথমবার স্যানিটাইজার তুলে দেওয়া হলো।
ডিডি ভারতী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বাঁশরী ব্যানার্জি জানন, এই দু’দিনে যে সমস্ত অভিভাবক আসেননি সেইসব অভিবাবকদের সারা সপ্তাহ ধরে দেওয়া হবে।