অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৯ এপ্রিল: করোনার সংক্রমণ মোকাবিলায় ঝাড়গ্রাম জেলা পুলিশের পাশাপাশি তৎপর দমকল বাহিনীও। তাই সংক্রমণ এড়াতে দমকলের ইঞ্জিনের মধ্যেমে স্যানিটাইজ করা হল ঝাড়গ্রাম শহরের প্রতিটি ব্যাঙ্ক ও এটিএম। ঝাড়গ্রাম শহরের প্রতিটি ব্যাঙ্কে ও এটিএমে প্রতিদিনই মানুষ আসা-যাওয়া করেন। তাই সংক্রমণ রুখতে বুধবার দমকলের জলের ট্রাঙ্কে স্যানিটাইজার মিশিয়ে স্প্রে করা হল ঝাড়গ্রাম শহরের প্রতিটি এটিএম ও ব্যাঙ্কের সামনে। এদিন ব্যাঙ্কের সামনে থাকা সমস্ত সাইকেল মোটর সাইকেলকেও স্প্রে করে স্যানিটাইজ করলেন দমকল কর্মীরা। দমকল কর্মীদের এই উদ্যোগে খুশি ব্যাঙ্কে আসা গ্রাহকরা।