জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৮ জুলাই:
মঙ্গলবার গড়বেতা এলাকার সমস্ত কন্টেনমেন্ট জোন, পঞ্চায়েত ভবন এবং হাসপাতাল স্যানিটাইজ করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকজুড়ে মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমশ বেড়ে চলায় মঙ্গলবার জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরার উদ্যোগে এবং ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় এলাকার কন্টেনমেন্ট জোন, হাসপাতাল,পঞ্চায়েত কার্যালয় সহ একাধিক প্রশাসনিক কার্যালয় স্যানিটাইজার করে জীবাণুমুক্ত করা হয়েছে। এ দিনের কর্মসূচিতে সভাধিপতি উত্তরা সিং হাজরার সঙ্গে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি রাজীব ঘোষ ও অন্যান্যরা।


