মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাসন্তী হাইওয়েতে বাইক ঠেলে মিছিল করে প্রতিবাদ সন্দেশখালির তৃণমূল প্রার্থীর

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ৩০ মার্চ:
পেট্রোল ও ডিজেলের দাম লাগামছাড়া, সঙ্গে রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জেরে বিপাকে আমজনতা। বিশেষ করে উত্তর ২৪ পরগনার সন্দেশখলী, হিঙ্গলগঞ্জ সহ সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় খেটে খাওয়া পরিবারগুলোতে রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি বিভীষিকার চেহারা নিয়েছে। অন্যদিকে নৌকা, ভুটভুটি ও লঞ্চের মতো একাধিক জলযান; যেগুলি সুন্দরবনের গতিকে বৃদ্ধি করে ও যাতে নদীমাতৃক সুন্দরবনের কয়েক লক্ষ মানুষ যাতায়াত করে। জ্বালানি তেলের দাম বাড়ায় বিপাকে সেই সমস্ত ভুটভুটি ও লঞ্চ মালিকরা। তারই প্রতিবাদে এদিন বসিরহাট মহকুমার সুন্দরবনের সন্দেশখালি বিধানসভার বাসন্তী হাইওয়ের সরবেড়িয়াতে প্রচারের ফাঁকে বাইক ঠেলে ও হাঁটিয়ে নিয়ে প্রতিবাদে সামিল সন্দেশখালির তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুকুমার মাহাতো। তার সঙ্গে ছিলেন সন্দেশখালি তৃণমূল কংগ্রেসে আহ্বায়ক শেখ শাহজাহান ও উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরা সহ একাধিক তৃণমূল নেতৃত্ব।

এই মিছিলে পা মেলান অসংখ্য মহিলারা। বিশেষ করে গ্যাসের মূল্য বৃদ্ধিতে সমস্যায় পড়েছেন, সেই মহিলারা প্রতীকী সিলিন্ডার নিয়ে বাসন্তী হাইওয়েতে মিছিলে সামিল হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *