সন্দেশখালি কান্ডে থানা ঘেরাও! সুকান্ত সহ বিজেপি নেতাদের বিরুদ্ধে মামলা, ক্ষমতা থাকলে গ্রেফতার করে দেখাক, হুঁশিয়ারি সুকান্তর

আমাদের ভারত, ১৫ জানুয়ারি: ১৪৪ ধারা ভেঙে আন্দোলন করার নামে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন, এই অভিযোগ তুলে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ বিজেপির একাধিক নেতা কর্মীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল ন্যাজাট থানার পুলিশ। আর এরই পাল্টা দিতে গিয়ে সুকান্ত মজুমদার বলেছেন, যাকে ধরার কথা তাকে না ধরে ইচ্ছে করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বিজেপি নেতা কর্মীদের উপর মামলা দিয়েছে। তাঁর হুঁশিয়ারি, আমি কোনভাবেই জামিন নেব না। পুলিশের ক্ষমতা থাকলে আমায় গ্রেফতার করে দেখাক।

ন্যাজাট থানা ঘেরা কর্মসূচির ঘটনায় সুকান্ত মজুমদার সহ একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করল পুলিশ। সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাজাহানকে গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার ন্যাজাট থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। সুকান্ত মজুমদার সহ তার দলের নেতা নেত্রীরা ব্যারিকেট ভেঙ্গে রাস্তায় বসে বিক্ষোভ দেখান। এলাকায় ১৪৪ ধারা অমান্য করে বিক্ষোভ দেখিয়েছেন এই অভিযোগে সুকান্ত সহ বিজেপি নেতা নেত্রীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলার রুজু করেছে পুলিশ।

সন্দেশখালির ঘটনায় শেখ শাহজাহানকে গ্রেপ্তারের দাবিতে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল বৃহস্পতিবার। পুলিশের ব্যারিকেডের সামনে বসে পড়ে প্রতিবাদ জানিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি। বিজেপির বিরুদ্ধে ১৪৪ ধারা ভাঙার অভিযোগ তুলেছে পুলিশ। বিজেপির মিছিল শুরু হয়ে থানার দিকে এগোনোর পথে রাস্তায় একাধিক জায়গায় পুলিশ ব্যারিকেড তৈরি করেছিল। বিশাল পুলিশ বাহিনী ছিল। শেষ ব্যারিকেডে গিয়ে আছড়ে পড়েছিল মিছিল। তারপর ব্যারিকেডের কাছে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন সুকান্ত মজুমদার। শেষ পর্যন্ত বিজেপির পাঁচ জনের প্রতিনিধি দল গিয়ে থানায় ডেপুটেশন দিয়েছিল।

সেদিন সুকান্ত মজুমদার বলেছিলেন, “আজ যে পরিমাণ পুলিশ এখানে রাখা হয়েছে, এই পুলিশ যেদিন অফিসারদের উপর হামলা হল তার এক ঘন্টার মধ্যে পৌঁছাতে পারত না? অবশ্যই পারত। শুধুমাত্র ভারত বিরোধিতা করার জন্য বিচ্ছিন্নতাবাদী মানসিকতার জন্য পুলিশকে পৌঁছতে দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রীর সঙ্গে শেখ শাহজাহানের নেগোসিয়েশন চলছে, শেখ শাহজাহান বলেছে যদি দল আমার পাশে দাঁড়ায় তাহলে সারেন্ডার করবো না। পুলিশকে জিজ্ঞাসা করুন যদি এমনি না বলে পকেটে গুঁজে দিন বলে দেবে।”

সেদিন সুকান্ত মজুমদার আরও অভিযোগ করেছিলেন, “মাইকিং হয়নি ১৪৪ ধারা নিয়ে। সব খোলা। দোকানপাট খোলা। সবাই রয়েছে, শুধুমাত্র বিজেপির ওপর ১৪৪ ধারা নাকি? এমন ১৪৪ ধারা হয় নাকি এটা গণতন্ত্র নয়।”

আজ ন্যাজাট থানার পুলিশ তার ও তার দলের কর্মীদের উপর মামলা রুজু করার পর প্রতিক্রিয়া দিতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, “এটা নতুন কিছু নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেসের মালা ছাড়া আর কিছুই দিতে পারেন না। যাকে ধরার কথা সেই শেখ শাহজাহানকে না ধরে বিজেপি কর্মীদের ওপর মামলা দেওয়া হচ্ছে। ১৪৪ ধারার মামলা দেওয়া হচ্ছে। ১৪৪ ধারা আগের দিন কেন ছিল না? সুকান্ত মজুমদার যাবে বলে বিজেপি যাবে বলে ১৪৪ ধারা দেওয়া হল? ফাজলামো চলছে না প্রশাসন চলছে?” একরকম হুঁশিয়ারির সুরেই তিনি বলেন, “আমি জামিন নেব না, পুলিশের ক্ষমতা থাকে তো আমাকে গ্রেফতার করে দেখাক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *