আমাদের ভারত, ১৮ ফেব্রুয়ারি:হোয়াটসঅ্যাপের বিকল্প আনতে বিশেষভাবে উদ্যোগী হয়েছে মোদী সরকার। নেটে মেসেজে যোগাযোগের নয়া মাধ্যম আনার বিষয়ে কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রক পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে বলে সূত্রের খবর। জানা গেছে, সংবাদ এবং সন্দেশ নামে দুটি ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ নিয়ে পরীক্ষা চলছে। ইতিমধ্যে তাতে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে বৃহস্পতিবার জাতীয় স্তরে একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
নয়া এই অ্যাপে মেসেজ এবং কল দুই করা যাবে বলে জানা গেছে। হোয়াটসঅ্যাপের নয়া নিরাপত্তা বিধি নিয়ে বিতর্কে ঝড় উঠেছে। গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষার ব্যর্থতার অভিযোগে সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষকে নোটিশ পাঠিয়েছে। জানুয়ারিতে পরিষেবা সংক্রান্ত সুরক্ষা বিধিতে বদল আনার কথা ঘোষণা করেছিল হোয়াটসঅ্যাপ। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছিল ৮ ফেব্রুয়ারি থেকে নয়া বিধি কার্যকর করা হবে। কিন্তু সরকার ও গ্রাহকদের বাধার জেরেই সময়সীমা পিছিয়ে দিতে বাধ্য হয় সংস্থা।
সাম্প্রতিক কালে হওয়া একটি সমীক্ষায় দেখা গেছে হোয়াটসঅ্যাপ গ্রাহকদের ৪৫% ব্যক্তিগত তথ্য ফাঁসের বিষয়েয আতঙ্কিত। ২৯ শতাংশ গ্রাহক নির্ভরযোগ্য বিকল্প অ্যাপ পেলে হোয়াটসঅ্যাপ পরিষেবা ছেড়ে দিতেও চাইছেন। এদের মধ্যে ৪১ শতাংশ টেলিগ্রাম অ্যাপকে পছন্দের তালিকায় শীর্ষে রেখেছেন। অন্যদিকে সিগন্যাল অ্যাপটি ৩৫%-এর প্রথম পছন্দ। এই পরিস্থিতিতে খুব দ্রুত নতুন সরকারি অ্যাপ এনে গ্রাহকদের ভরসা দিতে সক্রিয় হয়েছে কেন্দ্র সরকার।
কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রক সূত্রে খবর, পরীক্ষা নিরীক্ষা শেষ হলে দুটি অ্যাপ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী মোদী। পাশাপাশি মন্ত্রী এবং সরকারি আধিকারিক ও কর্মীদের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে একটি অ্যাপ তৈরির কাজ চালাচ্ছে ন্যাশনাল ইনফরমেশন সেন্টার। এছাড়াও মাইক্রোব্লগিং সাইট টুইটারের বিকল্প হিসেবে দেশীয় বাজারে এসেছে “কু”।