পান্ডুয়ায় ব্রিজ ভেঙ্গে ডিভিসির জলে পড়ল বালি বোঝাই লরি

আমাদের ভারত, হুগলী, ২৩ সেপ্টেম্বর: ব্রিজ ভেঙ্গে ডিভিসির জলে পড়ে গেল বালি বোঝাই লরি।
ঘটনাটি পান্ডুয়া ব্লকের হরাল দাসপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিয়ালাগুড়ি শ্মশান এলাকার।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পান্ডুয়া ও ধনিয়াখালি দুই ব্লককে যুক্ত রেখেছিল এই ব্রিজটি। বহু বছর যাবৎ শ্মশানের পাশে এই ব্রিজটি ভেঙ্গে গেছে। গাড়ি তো দূরের কথা এই ব্রিজ দিয়ে সাইকেল নিয়ে যেতেও মানুষজন ভয় পেতেন। ব্রিজের এমন অবস্থা হওয়ার জন্য পঞ্চায়েতের তরফ থেকে দুর্বল সেতু বলে রাস্তার দু দিকে বোর্ড লাগানো হয়েছিল। কিন্তু রাতের অন্ধকারে বেশ কিছু ভাড়ি যান এই ব্রিজ দিয়ে পারাপার করানো হত।

বুধবার সকাল দশটা নাগাদ এই ব্রিজ দিয়ে একটি বালি বোঝাই লরি হাটতলা থেকে শিয়ালাগুড়ি দিয়ে ধনিয়াখালির দিকে যাচ্ছিল। পার হওয়ার সময় হঠাৎই হুড়মুড়িয়ে লরি সমেত ভেঙ্গে পড়ে ব্রিজটি। বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসে এলাকাবাসীরা। ড্রাইভার খালাসীকে উদ্ধার করে সকলে। দুজনের চোট লাগে। ব্রিজটি ভেঙ্গে যাওয়ার ফলে দুই ব্লকের মানুষ কিভাবে যাতায়াত করবেন তা নিয়ে প্রশ্নের রয়ে গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *