আমাদের ভারত, ২১ ডিসেম্বর: সনাতন ভারতের রাষ্ট্রীয় ধর্ম। ভারতীয়দের উচিত সম্মিলিতভাবে এটিকে রক্ষা করা। শুক্রবার অযোধ্যায় একটি ধর্মীয় অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর কথায়, সনাতন ধর্ম রক্ষা করার মাধ্যমে মানবতার রক্ষা করা সম্ভব।
তিনি বলেন, আমাদের দেশের রাষ্ট্রীয় ধর্ম সনাতন ধর্ম, যতদিন নিরাপদে রয়েছে ততক্ষণ আমাদের ভারত থাকবে ভারতে। তাৎপর্যপূর্ণভাবে কয়েকদিন আগে হিন্দুদের একজোট হওয়ার বার্তা দিয়ে যোগী বলেছিলেন, কাটেঙ্গে তো বাটেঙ্গে। আবারো সনাতন ধর্মের মাহাত্ম্যের কথা উল্লেখ করে বৃহত্তর হিন্দু ঐক্যের উপর জোর দিলেন তিনি।
অযোধ্যায় আশরাফি ভবন আশ্রমে অষ্টোত্তরশত শ্রীমদ্ভাগবত গীতা পাঠ এবং পঞ্চনারায়ণ মহাযজ্ঞের অনুষ্ঠানে যোগ দেন যোগী। সেখানকার অন্যান্য সাধু-সন্তদের সঙ্গে উত্তর প্রদেশের মানুষদের আনন্দ সমৃদ্ধি ও শান্তির জন্য যজ্ঞ করেন তিনি। এরপরে অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি বলেন, সনাতন ভারতের রাষ্ট্রীয় ধর্ম। প্রত্যেক নাগরিককে সম্মিলিতভাবে এটিকে রক্ষা করতে হবে।
কিভাবে ধর্ম সংস্কৃতি সমাজে শান্তি আনে সে বিষয়টিও তুলে ধরেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। উদাহরণ হিসেবে তিনি বলেন, এখন মুঘল সম্রাট ঔরঙ্গজেবের বংশধরেরা রিক্সা চালাচ্ছে। অতীতের ধ্বংসাত্মক কর্মের ফলেই ওদের এই দুর্দশা। ওরা যদি মন্দির ভাঙ্গা থেকে বিরত থাকতো তাহলে কি ওদের এমন অবস্থা হতো? তাঁর দাবি, ওদের কর্মকাণ্ডই ভারতকে দাসত্বের শিকল পরিয়েছিল। এরফলেই পবিত্র স্থানগুলি অপবিত্র হয়েছিল। যারাই এমন কাজ করেছে তাদের পতন হয়েছে। তাই অতীতে দেশের শাসকরা যে ভুলগুলো করে গিয়েছে আমাদের সেগুলো থেকে শিক্ষা নিতে হবে। এই বক্তব্যের সঙ্গে সকলকে মানবতার রক্ষার জন্য সব সময় সনাতন ধর্মকে শ্রদ্ধা জানানোর অনুরোধ জানান যোগী।
বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়েও বক্তব্য রাখেন তিনি। যোগী বলেন, আজ বাংলাদেশে যেটা হচ্ছে সেটা আগে পাকিস্তান, আফগানিস্তানে হয়েছে। সনাতন ধর্মের সঙ্গে জড়িয়ে থাকা গর্বের জায়গাগুলিকে কারা ভাঙ্গছে? কেন এটা করছে? তাদের মতলবটা কি? বসুধৈব কুটুম্বকম, আদর্শ সম্পর্কে বলতে তিনি বলেন, এটা একমাত্র সনাতন ধর্মেই সম্ভব। বছরের পর বছর ধরে গোটা বিশ্বে সম্প্রীতি রক্ষা করে সনাতন ধর্ম বেঁচে রয়েছে। তাই এক্ষেত্রে যাতে কোনো ধরনের বিকৃতি না হয় সে কারণে আমাদের সজাগ থাকতে হবে। তিনি বলেন, সনাতন ধর্ম একটি অনন্ত ধর্ম।