আমাদের ভারত, জলপাইগুড়ি, ১০ জুন: উচ্চমাধ্যমিকে রাজ্যে অষ্টম জলপাইগুড়ি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের ছাত্রী সমাদৃতা দাস। মোট নম্বর ৪৯১। বাংলায় পেয়েছেন ৮৫ নম্বর, ইংরেজিতে ১০০, সংস্কৃতে ৯৮ ও মিউজিকে ৯৮।
জলপাইগুড়ি শহরের দেশবন্ধু পাড়ার ২৪ নম্বর ওয়ার্ডে এক ফ্ল্যাটে থাকেন। বাবা শুভজিত দাস শিলিগুড়ি’র এক বেসরকারি কোম্পানিতে চাকরি করেন তিনি। মা অনিতা দাস গৃহবধূ।
সমাদৃতার গৃহ শিক্ষক ছিলেন ছয় জন। ছোট থেকে শহরের রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ে পড়াশোনা করেন সমাদৃতা। বাংলায় নম্বর অনেকটা কম নম্বর পেয়েছে এই কারণে স্কুটনি করার আবেদন করবেন সমাদৃতা। এদিন সমাদৃতাকে স্কুলের শিক্ষিকাদের পাশাপাশি অনেকেই সংবর্ধনা দিয়েছেন।
স্কুলের শিক্ষিকারা জানান, সমাদৃতা ছোট থেকে পড়াশোনায় ভালো৷ হাতের লেখা খুব সুন্দর। সমাদৃতার বাবা শুভজিৎ দাস বলেন, মাধ্যমিকে জায়গা করতে পারেনি মেয়ে। উচ্চমাধ্যমিকে এক থেকে দশের মধ্যে থাকবে বলেছিল। আমরা পড়াশোনায় চাপ দিতাম না। আমি খুবই খুশি মেয়ের সাফল্যে।”
সমাদৃতা বলেন, “অল্প সময় পড়াশোনা করতাম। পড়াশোনার বাইরে গান, আঁকা ও হাতের কাজ করতে ভালো লাগে। আগামীতে ইচ্ছে ইউপিএসসি পরীক্ষার মাধ্যমে আই এ এস হওয়ার। তবে বাংলায় নম্বরটা কম এসেছে স্কুটনি করব। আশাকরি নম্বর বাড়বে।”

