আমাদের ভারত, হাওড়া, ১ এপ্রিল: গত রবিবার থেকে শুরু করা হয়েছে ২১ দিনের লকডাউন। খাদ্যদ্রব্যের দাম বাড়িয়ে দিয়েছে একদল অসাধু ব্যবসায়ী। তারই জেরে সাধারণ মানুষ পড়েছে বিপাকে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ এবং গরিব মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল ডোমজুড়ের সলপ অঞ্চল নাগরিক সমিতি।
আজ সমিতির সদস্যদের আর্থিক সাহায্য নিয়ে, প্রায় ১০০ লোকের হাতে তুলে দিলেন চাল, ডাল, ডাল এবং আলু। পাশাপাশি হাতে দিলেন একটি করে মাক্স। এদের থেকে এই সাহায্য পেয়ে এলাকার গরিব মানুষ অনেকটাই উপকৃত হলেন, শুধু তাই নয় রাস্তার ভবঘুরে মানুষদেরও সাহায্য করছেন। তাদের রান্না করা খাবার খাওয়ানো হচ্ছে। পাশাপাশি মানুষকে সচেতন করা পাড়ায় পাড়ায় ঘুরে প্রচারও করছেন।সদস্যদের বক্তব্য, আজ সমস্ত ভারতবাসীকে করোনার হাত থেকে বাঁচাতে হবে। তাই এদের স্লোগান সাথী হাত বাড়ানা।