আমাদের ভারত, ১৪ ফেব্রুয়ারি:মহারাষ্ট্রের লাতুর জেলা পরিষদের কর্তারা ঠিক করেন যদি ওই সংস্থার কোন কর্মী নিজের বৃদ্ধ মা বাবার দেখাশোনা না করেন বা তাদের পরিচর্যায় অবহেলা করেন তার বেতন ৩০ শতাংশ কমিয়ে দেওয়া হবে।
গত বছর নভেম্বরে এই সিদ্ধান্ত নেন তারা। শনিবার জেলা পরিষদের সভাপতি রাহুল বেন্দ্রে জানান এই নিয়ম অনুযায়ী ৭ কর্মীর বেতন ৩০ শতাংশ কমানো হচ্ছে। জেলা পরিষদের ১২ জনের বিরুদ্ধে বৃদ্ধ মা-বাবাকে অবহেলা করার অভিযোগ উঠেছিল। আর তার মধ্যে ৬ জন শিক্ষক।
যে যে কর্মীর বেতনের থেকে অর্থ বাদ যাবে তা জমা করা হবে তাদেরই মা-বাবার ব্যাংক অ্যাকাউন্টে। গত ডিসেম্বর থেকে নতুন নিয়মে মাইনে কাটা শুরু হয়ে গেছে। ১২ জনের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তাদের মধ্যে সাতজনের বিরুদ্ধে ইতিমধ্যে শাস্তিমুলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী দিনেও তাদের বেতন থেকে ৩০% বাদ যাবে। এর ফলে গড়ে তারা প্রত্যেকে ১৫ হাজার টাকা করে কম পাবেন।
তবে জেলা পরিষদের সভাপতি জানান, কয়েকটি ক্ষেত্রে অভিযুক্ত কর্মীদের নোটিশ পাঠানোর পরেই তারা তাদের ভুল শুধরে নিয়েছেন।