সালারে খুন তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্যের স্বামী

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ৩০ অক্টোবর: শনিবার রাতে মুর্শিদাবাদ জেলার সালারে খুন হলেন তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্যের স্বামী। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মীর হাবিবুর রহমান ওরফে টগর সেখ বয়স ৪৫। মৃত টগর শেখ সালারের কাগ্রাম গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্য রূপালী বিবির স্বামী। সালারের বাবলা গ্রাম থেকে মোটর বাইক চালিয়ে ফিরছিলেন টগর সেখ। সেই সময় কাগ্রামের বহড়ার কাছে তার উপর হামলা হয় বলে জানা গিয়েছে।

মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। গ্রামে চাপা উত্তেজনা রয়েছে। ব্যক্তিগত আক্রোশ থেকে খুন নাকি ঘটনার পিছনে অন্য কারণ রয়েছে সেসব খতিয়ে দেখছে পুলিশ। মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কে শবরী রাজকুমার জানিয়েছেন, খুনের ঘটনার তদন্ত করছে পুলিশ। একজনের নামও উঠে আসছে।

মৃতের পরিবার আনারুল সেখ নামের এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে। মৃতের ছেলের দাবি, আগে স্থানীয় এক ব্যক্তিকে খুন করেন আনারুল সেখ। সেই ঘটনারে বিরোধিতা করেছিলেন টগর সেখ। সেই ঘটনার জেরেই এই খুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *