Saira, Comrades Comeback, স্বাধীনতা সংগ্রামে ভারতীয় বামপন্থীদের ভূমিকা নিয়ে তথ্যপূর্ণ বই সায়রার

আমাদের ভারত, ১৫ আগস্ট: স্বাধীনতা সংগ্রামে ভারতীয় বামপন্থীদের ভূমিকা নিয়ে তথ্যপূর্ণ বই লিখলেন সিপিএম নেত্রী সায়রা শাহ হালিম। শুক্রবার প্রচ্ছদ-সহ ওই বইয়ের কথা ঘনিষ্ঠ মহলে জানালেন তিনি।

গত নির্বাচনে কলকাতা দক্ষিণের তারকা প্রার্থী, দীর্ঘদিনের প্রাক্তন অধ্যক্ষ হাসিম আব্দুল হালিমের পুত্রবধূ, বিশিষ্ট চিকিৎসক ফুয়াদ হালিমের স্ত্রী সায়রা বুদ্ধিজীবী মহলে বিশেষ পরিচিত। তিনি জানিয়েছেন, “পেঙ্গুইন পাবলিশার্সের লেখা আমার নতুন বই কমরেডস অ্যান্ড কামব্যাকস’ অবশেষে প্রকাশিত হয়েছে, মাসের পর মাস গবেষণা, লেখালেখি এবং মধ্যরাতের পরিশ্রমের পর!

এটি আমাদের স্বাধীনতা সংগ্রামে ভারতীয় বামপন্থীদের ভূমিকা, সেলুলার জেলের অকথিত গল্প এবং কীভাবে প্রগতিশীল রাজনীতি এখনও আমাদের ভবিষ্যত গঠন করতে পারে তার গভীর অনুসন্ধান। আপনি যদি কখনও ন্যায়বিচার, সাম্য এবং জনগণের শক্তিতে বিশ্বাসী হন – এটি আপনার জন্য।”

তিনি আবেদন করেছেন, এটি রাজনৈতিক পক্ষপাতিত্বের ঊর্ধে, আমাদের মহান জাতির রোমাঞ্চকর ইতিহাসে আগ্রহীদের জন্যও। আপনার সমর্থন আমার কাছে বিশ্ব অর্থবহ। বইটির কথা ছড়িয়ে দিন।

বিশিষ্ট সাংবাদিক করণ থাপার, প্রাক্তন জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার ওয়াই এস কুরেশির মতো কিছু বিশিষ্টজন বইটির সুখ্যাতি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *