আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৩ ডিসেম্বর :
পুলিশের সামনেই রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর গাড়ির উপরে হামলা তৃণমূল কর্মীদের বলে অভিযোগ। ঘটনায় কেউ সেভাবে আহত না হলেও দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার প্রতিবাদে বিজেপি কর্মীরা প্রথমে হেঁড়িয়ায় তারপরে জেলার বিভিন্ন স্থানে পথ অবরোধ করে।
প্রশাসনিক কাজে ভূপতিনগর থানায় গিয়েছিলেন, বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, পূর্ব মেদিনীপুরের জেলা সভাপতি অনুপ চক্রবর্তী সহ জেলার বিশেষ কার্যকর্তারা। ভূপতিনগর থানায় ওসির সঙ্গে কথাবার্তা চলাকালীন তৃণমূলের কর্মী সমর্থকরা মুখে কাপড় বেঁধে গোব্যাক স্লোগান দিতে দিতে রাস্তায় মিছিল করতে থাকে থানার সামনেই। বিজেপি নেতৃত্ব কথাবার্তা শেষ করে থানা থেকে বেরিয়ে গাড়িতে করে হেঁড়িয়ার দিকে যাওয়ার সময় পেছন থেকে তৃণমূলের বাইক বাহিনী পেছন থেকে ধাওয়া করে। মাধাখালি ব্রিজের পূর্ব দিকে সায়ন্তন বসুর গাড়ি ও সঙ্গে থাকা অন্য গাড়ির ওপর হামলা চালায় পুলিশের সামনেই। বড় থান ইঁট, কাঠের ফালি, লোহার রড নিয়ে উন্মত্বের মতো কয়েক শত তৃণমূলের কর্মী সমর্থক আক্রমন চালায়। দুটো গাড়ি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় বলে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এই ঘটনার প্রতিবাদে বিজেপি কর্মী সমর্থকরা প্রথমে হেঁড়িয়া অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে জেলার আরো অন্যান্য কয়েকটি স্থানে বিজেপি কর্মীরা পথ অবরোধ করে।