স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৮ নভেম্বর: একদিকে ২ বাংলার মেল বন্ধন, অপরদিকে পরিবেশ ও স্বাস্থ্য সচেতনতার বার্তা দিতে ওপার বাংলা থেকে পায়ে হেঁটে এপার বাংলা ভ্রমণে বেড়িয়েছেন এক যুবক। শুক্রবার সকালে তিনি রায়গঞ্জে এসে পৌছন। স্থানীয় মানুষদের বেশ কৌতুহল তৈরী হয় তাকে নিয়ে।
সাইফুল ইসলাম নামের ঐ যুবক বাংলাদেশের কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার বাসিন্দা। তিনি জানান, এর আগে ২০১৮ সালে একই বার্তা নিয়ে পর্বত অভিযান করেছেন তিনি। সেখানেও সাফল্য আসে। পরবর্তীতে ২০২০ সালে ১ হাজার কিলোমিটার হাঁটেন তিনি। ভ্রমণ করেন ৬৪ টি জেলা। জনমানসে ছড়িয়ে দেন সচেতনতার বার্তা। তবে এবারে তিনি দেশ ছাড়িয়ে প্রতিবেশী তথা আত্মার আত্মীয় পশ্চিমবঙ্গ ভ্রমণে বেড়িয়েছেন। গত ৭ই অক্টোবর বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের সামনে থেকে শুরু হয় তার পদযাত্রা।
সাইফুল জানান, বর্তমানে বিশ্ব উষ্ণায়নের যুগে প্রকৃতিকে রক্ষা করা অত্যন্ত জরুরি। সেজন্য প্রচুর বৃক্ষ রোপন প্রয়োজন। তাই সকলকে আরও বেশী গাছ লাগানোর আবেদনের পাশাপাশি অকাল পঙ্গুত্ব রোধে নিয়মিত হাঁটার বার্তা দেন সাইফুল। তিনি বলেন, এপার বাংলার মানুষের ব্যবহারে তিনি আপ্লুত। ২ বাংলার সম্প্রীতির মেলবন্ধন যাতে আরও সুদৃঢ় হয় সে প্রসঙ্গেও বিশেষ বার্তা দেন তিনি। তার এই উদ্যোগকে সাদুবাদ জানিয়েছেন রায়গঞ্জের মানুষ।