আচমকা মাছের মড়কে দূষিত হচ্ছে পুরুলিয়ার সাহেব বাঁধ

সাথী প্রামানিক, পুরুলিয়া, ১২ মে: জাতীয় সরোবর পুরুলিয়ার সাহেব বাঁধে মাছের মড়ক দেখা দিয়েছে। মাছ মরে গিয়ে পচন শুরু হয়েছে, ছড়াচ্ছে দুর্গন্ধ। মরা মাছের সঙ্গে জলে থাকা অসংখ্য মদের বোতল দূষণ বাড়িয়ে তুলছে পুরুলিয়া শহরের প্রাণ কেন্দ্র এই জাতীয় সরোবরে। পথচারীদের অভিযোগ, প্রশাসনের নজরদারি না থাকাতেই এই পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। তবে, জনসচেতনা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে এই ঘটনায়।

পুরুলিয়া পুরসভা এই সরোবরের দেখভালের দায়িত্বে রয়েছে। আপতকালীন পরিস্থিতিতে এই সরোবরের জল পরিশ্রুত হয়ে পুরুলিয়া পুর এলাকায় সরবরাহ হয়ে থাকে। সেই কথা ভেবেই দ্রুত এই নিবারণ শায়েরের জল দূষণ মুক্ত করার দাবি তুলছে পুরুলিয়া শহরবাসী।

এই ধরনের ঘটনার কারণ খোঁজার সঙ্গে সঙ্গে সাহেব বাঁধকে দূষণ মুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বললেন, পুর প্রধান শামিম দাদ খান। তিনি বলেন, মরা মাছ ও আবর্জনা পরিষ্কার করা হয়েছে। জল দূষণ করার করার জন্য অসাধু ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ তোলেন এবং নিন্দা প্রকাশ করেন পুর প্রধান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *