স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৪ মে: কিক বক্সিংয়ে পুরুষ বিভাগে রাজ্যের মধ্যে প্রথম হলেন উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার সাগ্নিক সাহা। স্বাভাবিকভাবেই খুশির হাওয়া সাগ্নিকের পরিবারে।
জানা গেছে, সেকেন্ড ওয়াকো ইন্ডিয়া আয়োজিত রাজ্যস্তরের ৩ দিনের কিক বক্সিংয়ের আসর বসেছিল আসানসোলের সিধু কানু স্টেডিয়ামে। ২০, ২১ ও ২২ মে এই খেলা অনুষ্ঠিত হয়। রাজ্যের মধ্যে ২০ টি জেলার মোট ৫০০ জন খেলোয়াড় অংশ নেন এই প্রতিযোগীতায়। সেই মতো সাগ্নিক সাহা ওয়েস্টবেঙ্গল স্পোর্টস অ্যাসোসিয়েশনের হয়ে রাজ্যস্তরের কিক বক্সিং প্রতিযোগিতায় অংশ নেন ক্যাডেট সাব-জুনিয়র দলে। প্রতিপক্ষকে হারিয়ে ফাইনাল কিক বক্সিংয়ে পুরুষ বিভাগে বেস্ট ফাইটার হিসেবে স্থান দখল করে সাগ্নিক। আগামী দিনে জাতীয়স্তরে ইউরোপে আয়োজিত কিক বক্সিং প্রতিযোগিতায় অংশ নেবে ইটাহার থানার গুলন্দর ১ নং অঞ্চলের হাটগাছি এলাকার অনুপ সাহার ছেলে সাগ্নিক।
সাগ্নিক রাজ্যেস্তরে বেষ্ট ফাইটার নির্বাচিত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই তার পরিবার ও ইটাহারে খুশির হাওয়া ছড়িয়েছে। সাগ্নিক সাহা বলেন, এই সাফল্যের জন্য মা বাবা ও আমার শিক্ষকের উল্লেখযোগ্য অবদান রয়েছে।
ইউরোপে খেলার সুযোগ মেলায় বাবা অনুপ সাহা বলেন, ছেলের সাফল্যে খুব ভালো লাগছে। ছেলের পড়াশোনা চালানোর সাথে কিক বক্সিংয় প্রতিযোগিতায় অংশ নেওয়ার ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। আগামী দিনে সাগ্নিক আরো বড় খেলোয়াড় হবে বলে আশাবাদী তিনি।