রাজেন রায়, কলকাতা, ১ মে: ২৪ ঘন্টা আগেই এই হাসপাতালে ২ সাফাইকর্মীর দেহে ধরা পড়েছে করোনা। কোয়ারেন্টাইনে যেতে হয়েছে ৩৬ জন চিকিৎসক-নার্সকে। এবার আইসোলেশন ওয়ার্ডে থাকা এক বৃহন্নলা রোগীর আচমকা মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক ভাঙ্গচুর চলল সাগরদত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে।
বার বার বলা সত্ত্বেও ওই রোগীর দিকে বিশেষ খেয়াল দেওয়া হয়নি, এই অভিযোগে শুক্রবার দুপুরে হাসপাতালে ভাঙ্গচুর করে ওই রোগীর আত্মীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে হয় হাসপাতালে বিশাল পুলিশবাহিনী-সহ র্যাফকে। যদিও এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি জ্বর ও সর্দি কাশি, শ্বাসকষ্ট নিয়ে এক বৃহন্নলা হাসপাতালে ভর্তি হন। তিনি আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। তাঁর লালা রসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। কিন্তু শুক্রবার সকালে আচমকাই তাঁর মৃত্যু হয়।
এই খবর পেয়েই তাঁর সঙ্গীরা আইসোলেশন ওয়ার্ড, হাসপাতালের চেয়ার টেবিল, যন্ত্রপাতি ভাঙ্গচুর করেন বলে অভিযোগ। খবর পেয়ে হাসপাতালে বিশাল পুলিশবাহিনী সহ র্যাফ দৌড়ে আসে। বেশ কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
এদিকে মৃতের রিপোর্ট এখনও এসে পৌঁছয়নি। তাই তিনি আদৌ করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা, তা স্পষ্ট নয়।

