সাথী দাস, পুরুলিয়া, ১১ মার্চ: ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত বিদ্যুত কর্মীদের সুরক্ষা সচেতনতা, শারীরিক পরীক্ষা ও রক্তদান শিবিরের আয়োজন হয়ে গেল পুরুলিয়ায়। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানি লিমিটেড কন্ট্রাকটর’স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় পুরুলিয়া শহরের রবীন্দ্র ভবনে আয়োজিত ওই ম্যারাথন কর্মসুচিতে অংশ নিলেন ৪০০ ঠিকা সংস্থার অধীনে কাজ করা বিদ্যুৎ কর্মী। সহযোগিতায় ছিল পুরুলিয়া জার্নালিস্টস ক্লাব।

উপযুক্ত সুরক্ষা ব্যবস্থা না থাকার কারণে ঝুঁকি নিয়ে কাজ করতে গিয়ে ফি বছর ১৫ থেকে ২০ জনের প্রাণ যায়। জখম হয়ে কর্মহীন হয়ে পড়েন অনেকে। এই বিষয়টি উদ্বেগ বাড়িয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার। রাজ্য বিদ্যুৎ পর্ষদের অধীনস্থ বিদ্যুৎ বণ্টন সংস্থা ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয়। রাজ্যের ৯৬ শতাংশ বিদ্যুৎ এই সংস্থার মাধ্যমে সরবরাহ করা হয়। এক কোটিরও বেশি গ্রাহক বিদ্যুৎ বণ্টন সংস্থার পরিষেবা পেয়ে থাকেন। এর অধীনস্থ ঠিকা সংস্থার জন্য পরিষেবা দ্রুত পৌঁছে যাচ্ছে শহর, গ্রাম থেকে শুরু করে দুর্গম স্থানে থাকা ছোট্ট জনপদগুলিতে।

এর নেপথ্যে থাকা কর্মীদের সুরক্ষার বিষয়গুলি নিয়ে আলোচিত হয়। চিফ ইঞ্জিনিয়ার সহ আধিকারিকরা পর্যালোচনা করেন বক্তব্যে। প্রশংসায় পঞ্চ মুখ বক্তব্যে কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি। ঘূর্ণি ঝড় আম্ফানের তাণ্ডবে বিদ্যুৎ পরিষেবা দ্রুত সচল করতে পুরুলিয়া থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়েছিলেন বেশ কিছু কর্মী। তাঁদেরও সংবর্ধনা স্মারক দেওয়া হয় আজ।

আয়োজক সংগঠনের জেলা সম্পাদক অরূপ গোস্বামী বলেন, “আজকের এই কর্মসূচির মূলমন্ত্রই হল দুর্ঘটনা শূন্য অবস্থায় বিদ্যুতের পরিষেবা দেওয়া।”

