কেশপুর থানার উদ্যোগে “সেফ ড্রাইভ সেভ লাইফ” কর্মসূচি

জে মাহাতো, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৮ জুলাই: পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন থানা ও ট্রাফিক পুলিশের সহায়তায় বৃহস্পতিবার রাজ্য সরকারের পঞ্চম বর্ষের সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালিত হয়েছে। গোলাপ ফুল হাতে দিয়ে পথচলতি মানুষজনকে পথ সচেতনতার পাশাপাশি মাস্ক ও চকলেট বিতরণ করে কেশপুর থানার পুলিশ কর্মীরা। উপস্থিত ছিলেন থানার সকল আধিকারিক ও সিভিক ভলান্টিয়াররা।

এদিন কেশপুর বাজার ও বাসষ্ট্যান্ড এলাকায় পদযাত্রা করে পথ সচেতনতা কর্মসূচি পালন করা হয়। সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি মূলত দুর্ঘটনা এড়াতে যানবাহন চালকদের হাতে মাস্ক, গোলাপ ফুল ও চকলেট তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *