রাজেন রায়, আমাদের ভারত, কলকাতা, ৪ আগস্ট: দু’দিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বেসরকারি হাসপাতালে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাম মন্দিরের শিলান্যাসের আগে প্রধানমন্ত্রীর সেকেন্ড ইন কমান্ডের অসুস্থতার খবরে রীতিমত চিন্তিত বিজেপি অনুগামীরা। তাঁর আরোগ্য কামনায় কলকাতার আহিরীটোলা ঘাটে মঙ্গলবার কলকাতায় যজ্ঞ করলেন বিজেপি নেতা নারায়ণ চট্টোপাধ্যায়। অন্যদিকে, ১২ ঘন্টা ধরে রাতভর পাঁচ ব্রাহ্মণকে দিয়ে ভূতনাথ ঘাটে যজ্ঞ করান বিজেপি নেতা রাকেশ সিংও।

বিজেপি নেতা নারায়ণ চট্টোপাধ্যায় জানিয়েছেন, প্রিয় নেতা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেই কারণেই এই যজ্ঞের আয়োজন। রাম মন্দিরের শিলান্যাসের আগে প্রিয় নেতার করোনা আক্রান্ত হওয়ার খবরে বিজেপি নেতাকর্মীরা ভীষণ ভাবে ভেঙে পড়েছেন। সকলেই আশা করছেন, তিনি করোনাকে হারিয়ে দ্রুত সুস্থ হয়ে উঠবেন।


