পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ জানুয়ারি: বস্তা বস্তা চাল রাস্তার ধারে পড়ে থাকা ঘিরে চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনসুকা এলাকার ঘটনা।
স্থানীয়দের দাবি, রেশনের চাল পাচারের জন্যই এখানে আনা হয়েছিল। ঘাটালের মনসুকা এলাকায় গ্রামীণ রাস্তার ধারে ৪০ বস্তা খাদ্য সাথী সুরক্ষার চাল পড়ে ছিল। স্থানীয়রা জানিয়েছে, এখান থেকেই প্রতিনিয়ত রেশন ডিলাররা অন্যত্র চাল পাচার করে। আজ সকালে হয়তো তারা সেই চাল পাচারের উদ্দেশ্যে নিয়ে এসেছিল। কিন্তু গ্রামবাসীদের নজরে আসতে সকলেই বেপাত্তা হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা খোঁজাখুঁজি করেও চালের মালিকের সন্ধান না পাওয়ায় খবর দেওয়া হয় ঘাটাল থানায়।