পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: বেসরকারি বাস থেকে অবৈধ বাজির বস্তা উদ্ধার করলো পুলিশ। আটক বাস এবং বাসের চালক ও কন্ট্রাক্টার।
পুলিশ সূত্রে খবর, দিঘা থেকে মেদিনীপুরগামী একটি বেসরকারি বাসে করে অবৈধ বাজি পাচার করছিল বলে গোপন সূত্রে খবর পাওয়া যায়। বাসটি বেলদা এলেই বাসটিকে আটকে তল্লাশি চালিয়ে বাসের পেছনের ডিকি থেকে বস্তা বস্তা অবৈধ বাজি উদ্ধার করে পুলিশ। বাসটিকে আটক করে থানায় নিয়ে যায় এবং বাসের চালক ও কন্ট্রাক্টরকে আটক করে পুলিশ। কোথায় যাচ্ছিল অবৈধ বাজির বস্তা তার তদন্ত শুরু করেছে পুলিশ।

