লেকটাউনে সব্যসাচী দত্তকে মার তৃণমূল কর্মীদের, মাথা ফাটল বিজেপি বিধায়কের দেহরক্ষীর

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৮ জুন : সুজিত বসুর অনুগামীদের হাতে আক্রান্ত হলেন রাজ্য বিজেপির সম্পাদক সব্যসাচী দত্ত। সোমবার এক অসুস্থ বিজেপি নেতাকে দেখতে লেকটাউনে আসেন বিজেপি বিধায়ক। সেইসময় হঠাৎ সব্যসাচী দত্তকে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন তৃণমূল কর্মীরা। বিধাননগরের প্রাক্তন মেয়রের অভিযোগ, রাস্তায় তৃণমূল কর্মীরা মাস্ক বিলি করছিলেন। তারা আমাকে দেখামাত্রই আক্রমন করে। গালিগালাজ করে আমাকে মারতে আসে। সেইসময় আমার নিরাপত্তার দায়িত্বে থাকা এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে মারে স্থানীয় এক তৃণমূল কর্মী। তার মারেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের মাথা ফাটে বলে অভিযোগ করেন সব্যসাচী দত্ত। এছাড়াও ঘটনাস্থলে তৃণমূল কর্মীদের মারে জখম হয়েছেন মুকুল রায়ের ঘনিষ্ঠ বিজেপি নেতা পীয়ূষ কানারিয়া। বিধাননগরের প্রাক্তন মেয়রের আরও অভিযোগ, তৃণমূল কর্মীরা তার ব্যাক্তিগত গাড়িও ভেঙ্গে দিয়েছে। তবে গুরুতর অবস্থায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের ডাক্তাররা তার মাথার স্ক্যান করেছেন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের মাথায় গুরুতর চোট রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা।

প্রসঙ্গত, অসুস্থ দমকল মন্ত্রী সুজিত বসুর আরোগ্য কামনা করে কয়েকদিন আগেই তাকে ফোন করেছিলেন বিধাননগরের প্রাক্তন মেয়র। তিনি জানিয়েছিলেন, রাজনৈতিক দূরত্ব যতই থাক সবার আগে বন্ধুত্ব। আমি চাই করোনা ভাইরাসকে পরাস্থ করে দ্রুত দমকল মন্ত্রী কাজে ফিরুক। মাত্র কয়েকদিন আগের রাজনৈতিক সৌজন্যতা সোমবার সল্টলেকে বদলে গেল অসৌজন্যতায়। বিধাননগরের প্রাক্তন মেয়রকে সুজিত বসুর খাসতালুকে দেখামাত্রই তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত হতে হল সব্যসাচী দত্তকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *