অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৫ ফেব্রুয়ারি:
পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠীর ও ঝাড়গ্রাম জেলার উদ্যোগে গোপীবল্লভপুর ১নং ব্লকের যাত্রা ময়দানে শুরু হল সবলা মেলা। আজ থেকে এই মেলা আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ঝাড়গ্রাম জেলার মোট ৮টি ব্লকের ৫০টি স্টল রয়েছে এই মেলায়। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে তারা স্টল করেছে।
এদিন প্রদীপ জ্বালিয়ে মেলার উদ্বোধন করলেন জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক , নয়াগ্রাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু , গোপীবল্লভপুর ১নং ব্লকের বিডিও দেবোজ্যতি পাত্র, গোপীবল্লভপুর গুপ্ত বৃন্দাবনের মহন্ত মহারাজ কৃষ্ণকেশবানন্দ দেবগোস্বামী সহ এলাকার বিশিষ্ট সমাজসেবী।
উদ্বোধন শেষে জেলাশাসক বলেন, ‘এবারের জঙ্গলমহল উৎসবের কারিগরী হাট থেকে রেকর্ড পরিমাণ বিক্রি হয়েছে৷ অনেকেই ভাবেন যে এই মেলা গুলো হয় কি লাভ হয়! কিন্তু যারা হস্তশিল্পীরা এসেছিলেন তারা খুবই খুশি। এবছর কোভিড পরিস্থিতিতে তারা কোথাও জিনিস বিক্রি করতে যেতে পারেন নি। তাই সরকারি এই মেলা গুলো থেকে খুবই সুবিধা হয়েছে সেইসব মানুষদের।’