Putin, Modi, ট্রাম্প পুতিনের বৈঠকের আলোচ্য সারবস্তু সম্পর্কে নিজে মোদীকে ফোন করে জানালেন রুশ প্রেসিডেন্ট

আমাদের ভারত, ১৮ আগস্ট: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর‌ সেই বৈঠকের মূল কথাবার্তা কী হয়েছে তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সোমবার ফোনে জানালেন রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। মোদী নিজে সোশ্যাল মিডিয়ায় সেকথা জানিয়েছেন।

আলাস্কায় ট্রাম্পের সঙ্গে তেল, বাণিজ্য, ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় বসেন পুতিন। সেখানে আলোচনার সারবাস্তু মোদীকে বললেন পুতিন। এই বিষয়ে এক্স বার্তায় প্রেসিডেন্ট পুতিনকে মোদী লিখেছেন, ধন্যবাদ বন্ধু। ফোন করার জন্য ধন্যবাদ। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনার বিষয়ে খবর দিয়েছেন উনি। ভারত প্রথম থেকে ইউক্রেনের সঙ্গে সংঘর্ষে শান্তিপূর্ণ সমাধান চায়। ভারত সব সময় সেই কাজে সমর্থনের হাত বাড়িয়ে রেখেছে। আমাদের মধ্যে এই সম্পর্ক ভবিষ্যতেও বজায় থাকবে আমি এটাই চাই।

রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে আমেরিকা শুধুমাত্র ভারতের ওপরে ৫০ শতাংশ শুল্ক চাপিয়ে দিয়েছে। গত ১৫ আগস্ট ট্রাম্প ও পুতিনের গুরুত্বপূর্ণ বৈঠক হয়। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বিরতি নিয়ে। সোমবারেও একই রকম বৈঠক হবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে।

এই পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্টের নিজে থেকে মোদীকে ফোন করাকে অনেককে ভালো ইঙ্গিত বলে মনে করছেন। কারণ, ভারত কোভিড কাল থেকে কম দামে রাশিয়ার থেকে অপরিশোধ তেল কিনে চলেছে। সেটা বন্ধ করতেই উদ্যোগী হয়ে উঠেছেন ট্রাম্প। এই অবস্থায় পুতিনের নিজে থেকে মোদীর দিকে হাত বাড়ানোর কোনো স্পষ্ট ইঙ্গিত না মিললেও, অনেকেই মনে করছেন তেল বিক্রির ব্যাপারে হোয়াইট হাউসের সবুজ সংকেত আদায় করেছেন পুতিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *