আমাদের ভারত, ২৬ ফেব্রুয়ারি: দুদিন হলো ইউক্রেনের সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এই যুদ্ধের প্রভাব পড়তে পারে ভারতীয় অর্থনীতিতেও। এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নির্মলা সীতারামন। মুম্বাইতে এশিয়া ইকোনমিক ডায়লগ ২০২২ যোগ দিয়ে নির্মলা এমনি দাবি করেছেন।
অর্থমন্ত্রী বলেছেন, ভারতের উন্নয়ন বাধাপ্রাপ্ত হতে পারে এই যুদ্ধ পরিস্থিতির কারণে। উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীর সামনে এত বড় মাপের সমস্যা এর আগে কখনও তৈরি হয়নি। তবে শীঘ্রই শান্তি ফিরবে বলেও আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী।
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান চালানোর পর এই প্রথম মুখ খোলেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ভারতের উন্নয়নে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে রাশিয়া-ইউক্রেন সংঘাত। ভারত সহ গোটা বিশ্বের অর্থনৈতিকে অতিমারির হাত থেকে বের করে আনতে শান্তি অত্যন্ত প্রয়োজন। এখন সেই শান্তি ভঙ্গ হচ্ছে বলে দাবি করেছেন তিনি।
যুদ্ধের ফলে ভারতের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হবে। বৃহস্পতিবার ইউক্রেনে রুশ অভিযানের পরে শেয়ারবাজারে বড়সড় ধাক্কা লাগে। ২০২০ সালের মার্চ মাসের পর এত বড় পতন দেখা যায়নি। একদিনে ১৩.৪৭ লক্ষ্য কোটি টাকা খুইয়ে ফেলেন লগ্নিকারীরা। ঐদিন এমন কোন সেক্টর ছিল না যার রং লাল হয়নি। টাটা মোটরসের শেয়ারের সবচেয়ে বেশি পতন হয়।

