সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৬ আগস্ট: ২০১৫ সাল থেকে কাজ করেও তাদের আনা হয়নি কোনও সিস্টেমে। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মত গ্রামীণ সম্পদ কর্মীদের একটি সিস্টেমে আনা, স্থানীয় করণ, নূন্যতম মাসে ১৫ হাজার টাকা সহ মোট ৬ দফার দাবিতে বুধবার উত্তর ২৪ পরগণার বনগাঁর বিডিও অফিসে ডেপুটেশন জমা দেয় সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মীরা।

তাদের দাবি, তারা ২০১৫ সালে পরিক্ষা দিয়ে কাজ পেয়েছিল। বনগাঁ এলাকায় এখন প্রায় ১৬০ জন মত গ্রামীণ সম্পদ কর্মী কাজ করেন। মুখ্যমন্ত্রী তখন বলেছিলেন তাদের একটি সিস্টেমে আনা হবে। কিন্তু এখনও তা করা হয়নি। বর্তমানে তারা মাসে ৩৫০০ টাকায় করে পচ্ছেন। যা দিয়ে তাদের সংসার চালানো দায়। ফলে তারা নূন্যতম ১৫ হাজার টাকা দাবি করে আজ দুপুরে বনগাঁর বিডিও’র কাছে একটি ডেপুটেশন জমা দেয়।

বনগাঁ ব্লক কমিটির সম্পাদিকা অর্পিতা বিশ্বাস বলেন, ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন আমাদের একটা সিস্টেমে আনবেন ও স্থায়ীকরণ ও একশতাশং কাজ দেবেন সেই কথা আজও কথাই রয়েগেছে। ফের ভোট আসতে চলেছে আমরা সেখানেই পড়ে আছি। যে টাকা বেতন পাই তাতে আমাদের সংসার চলে না। আমাদের দাবি যাতে পূরণ হয় সেই কারণে এই ডেপুটেশন।

