আমাদের ভারত, পশ্চিম বর্ধমান, ২০ ডিসেম্বর: সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশের বড়সড় সাফল্য। ছিনতাই করতে আসা এক যুবককে আটক করল রূপনরায়ণপুর ফাঁড়ির পুলিশ।
ঘটনার সম্পর্কে পুলিশ সূত্রে জানা যায়, যে রবিবার সাড়ে চারটে নাগাদ একজন ব্যক্তি আল্লাডি গ্রামের রাস্তায় প্রমীলা নার্সারির কাছে উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়াচ্ছিল। পুলিশ আল্লাডি গ্রামের রাস্তার প্রমীলা নার্সারির কাছে পৌছে গাড়িটি আল্লাডির কাছে রেখে পায়ে হেঁটে যেতে থাকে। সেই সময় অভিযুক্ত টের পেয়ে পালানোর চেষ্টা করলে রূপনারায়ণপুর ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক রাহুল দেব মন্ডল এবং রঞ্জিত কুমার সরকার পাল্টা ধাওয়া করতে থাকে। এরপর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি পুলিশের সামনে বিভিন্ন বক্তব্য দিতে থাকে।বার বার জিজ্ঞাসা করা হলে জানা যায়, তার নাম অমর জিৎ মন্ডল, সালানপুর থানার জেমারী গ্রামের বাসিন্দা। পুলিশ অভিযুক্ত অমরজিৎ মন্ডলের কাছ থেকে উদ্ধার করে একটি দেশি লোহার বাঁট লাগানো পাইপগান যার দৈর্ঘ্য প্রায় ৯ ইঞ্চি, ব্যারেল, হাতুড়ি, ট্রিগার, ফায়ারিং পিন, একটি রাউন্ড ৭.৬৫ মিমি লোড, কেএফ লাইভ গোলাবারুদ যা তার কোমরের বাম পাশে লুকিয়ে রাখা হয়েছিল।
অভিযুক্তকে জিজ্ঞাসা করা হলে জানাযায় তার কাছে অস্ত্র রাখার কোনও বৈধ লাইসেন্স ও নথিপত্র নেই। আরও জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেছে যে সে প্রমীলা নার্সারির কাছে আল্লাডি গ্রামের রাস্তায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে রাস্তা দিয়ে যাওয়া ব্যক্তিদের কাছ থেকে ছিনতাই করার উদ্দেশ্যে অপেক্ষা করেছিল।
রূপনরায়ণপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র সহ বিভিন্ন অস্ত্র বাজেয়াপ্ত করেন এবং অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে।