জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১০ জুলাই:
বন ও বন্যপ্রাণ সংরক্ষণে সামাজিক বার্তা দিতে রবিবার ঝাড়গ্রামের লোধাসুলিতে “রান-সাফারি” নামে অর্ধ ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।
লোধাশুলিতে অবস্থিত রাজ্য বন দফতরের অধীন ‘প্রকৃতি পর্যটন কেন্দ্র’ থেকে এদিন সকালে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয়। ২১কিমি, ১০কিমি এবং ৫ কিমি এই তিনটি বিভাগে দৌড় প্রতিযোগিতা হয়েছে। প্রতিযোগিতায় কেবলমাত্র পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা নয় পার্শ্ববর্তী ওড়িশা, ঝাড়খন্ড, ছত্রিশগড় রাজ্য থেকেও অর্ধ ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে হাজির ছিলেন। প্রায় ১০০ জন দৌড়বীর এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতার আয়োজক সংস্থা “স্পোটিভ” এর কর্ণধার উত্তম ধর জানান, প্রধানত জঙ্গলমহলের পর্যটনকে বিশ্বের দরবারে তুলে ধরা এবং বন ও বন্যপ্রাণ সংরক্ষণের বার্তা দিতেই তাঁদের এই আয়োজন।