পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩১ অক্টোবর: আজ লৌহপুরুষ সরদার বল্লভ ভাই প্যাটেলের ১৫০তম জন্মদিন। সারাদেশে আজ দিনটি “রাষ্ট্রীয় একতা দিবস” হিসেবে পালন করা হচ্ছে। এই দিনটিকে স্মরণ করে সারা দেশেই আজ “রান ফর ইউনিটি” দৌড় সহ বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে অবস্থিত কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর ২৩২মহিলা ব্যাটালিয়ানের পক্ষ থেকে শালবনীতে “রান ফর ইউনিটি” অনুষ্ঠিত হয়েছে।

২৩২ মহিলা ব্যাটালিয়ানের কমান্ডেন্ড শ্রীমতি সালু এস মহারানা এই দৌড়ে অংশগ্রহণ করে অন্যান্য মহিলা সহকর্মীদের তিনি উদ্বুদ্ধ করেন। সমস্ত আধিকারিক এবং জওয়ানরা এই দৌড়ে অংশগ্রহণ করেছিল। পরে সবাই দেশের অখন্ডতা রক্ষার জন্য শপথ গ্রহণ করেন।


