আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২২ জুলাই: কোভিড মহামারি পরিস্থিতিতে রাজ্যে হয়নি উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তবে একাদশ শ্রেণির পরীক্ষা ও মাধ্যমিকের সবোর্চ্চ চারটি বিষয়ের উপর ভিত্তি করে উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন করা হয়। আর এবার রাজ্যে উচ্চ মাধ্যমিকে প্রথম হলেন মুর্শিদাবাদ জেলার কান্দির রাজা মণীন্দ্র চন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী রুমানা সুলতানা।
বিজ্ঞান বিভাগের এই ছাত্রীর প্রাপ্ত নম্বর ৪৯৯। রুমানা সুলতানার বাড়ি কান্দি পৌরসভার অন্তর্গত ১১নং ওয়ার্ডের শিবরামবাটি এলাকায়। বাবা রবিউল আলম ভরতপুর গয়েশাবাদ অচলাবিদ্যাপীঠ স্কুলের প্রধান শিক্ষক। মা সুলতানা পারভিন ইংরেজির শিক্ষিকা, ভরতপুর গয়েশাবাদ অচলাবিদ্যাপীঠের। ২০১৯ সালে মাধ্যমিকে রাজ্য পঞ্চম হয়েছিলেন ৬৮৭ নং পেয়ে। বিজ্ঞান বিভাগ নিয়ে পাঠরত, উচ্চ মাধ্যমিকে এই সাফল্যের ভবিষ্যতে বিজ্ঞানী হওয়ার ইচ্ছা আছে রুমানার।

