স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ২ সেপ্টেম্বর:
এলাকা দখলকে কেন্দ্র করে আবার গোষ্ঠী কোন্দল শাসকদলের। রাতভর চলল গুলি সেইসঙ্গে বোমাবাজি। গুলিতে জখম ১ তৃণমূল কর্মী। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানা এলাকায়।
সূত্রের খবর, নদীয়ার শান্তিপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিন ধরেই কার অধীনে থাকবে এলাকার দখল তাই নিয়ে শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ছিল। দীর্ঘদিন ধরেই শান্তিপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক অরিন্দম ভট্টাচার্য এবং পৌরসভার চেয়ারম্যানের অজয় দের অনুগামীদের মধ্যে বহুবার প্রকাশ্যে গোষ্ঠী কোন্দলের খবর এসেছে। শান্তিপুর পৌরসভার বিভিন্ন এলাকা কার দখলে থাকবে তাই নিয়ে প্রকাশ্যে বোমাবাজি এবং গুলি চালানোর ঘটনা বহুবার দেখা গিয়েছে। আবারো প্রকাশ্যে উঠে এলো গোষ্ঠী কোন্দল। অভিযোগ ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গোবিন্দদাস গতকাল সন্ধ্যায় যখন রাস্তায় দাঁড়িয়েছিলেন তখন এলাকারই কয়েকজন আগ্নেয়াস্ত্র বের করে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। পরপর দুই রাউন্ড গুলি গোবিন্দ দাস কে লক্ষ্য করে চালায়। তাঁর পেটে গুলি লাগে। মাটিতে লুটিয়ে পড়েন গোবিন্দ দাস। এলাকার লোকজনের চিৎকার-চেঁচামেচি শুরু হতেই পালিয়ে যায় অভিযুক্তরা। তারপর গভীর রাতে দুই পক্ষের মধ্যে ব্যাপক বোমাবাজি হয় এবং গুলিও চলে বলে অভিযোগ।

স্থানীয় বাসিন্দারা গোবিন্দ দাস কে উদ্ধার করে প্রথমে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে কল্যাণী জহরলাল নেহরু হাসপাতালে স্থানান্তরিত করেন। আহত গোবিন্দদাস এলাকার তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে পরিচিত। ঘটনার জেরে এলাকায় এখনো উত্তেজনা রয়েছে। ঘটনার পর থেকে এলাকায় টহল দিচ্ছে শান্তিপুর থানার পুলিশ।


