স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২২ আগস্ট: পশ্চিমবঙ্গকে নিয়ে শাসক দল ছিনিমিনি খেলছে, নবদ্বীপে বললেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।
নবদ্বীপে নবদ্বীপ শহর বিজেপির উদ্যোগে গতকাল সারাদিনের রক্তদান শিবির, কবিতা, আবৃতি, অঙ্কন সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। সেখানেই উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন তিনি।
সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেন। তিনি বলেন, ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গকে ভারত ভুক্তি করেছেন তৃণমূলের দুর্নীতি দেখার জন্য? কিভাবে তৃণমূল তিলে তিলে পশ্চিমবঙ্গকে শেষ করে দিচ্ছে তা দেখার জন্য? ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই পশ্চিমবঙ্গকে কোনো দিন চাননি। পশ্চিমবঙ্গকে নিয়ে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা ছিনিমিনি খেলছে।

