মুর্শিদাবাদে বাম ছাত্র সংগঠনে বড়সড় ভাঙন ধরিয়ে শক্তি বৃদ্ধি শাসক দল তৃণমূলের

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১ সেপ্টেম্বর: মুর্শিদাবাদ জেলাতে ২০২১ বিধানসভা নির্বাচনের আগে ধীরে ধীরে শক্তিবৃদ্ধি করছে শাসক দল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার মুর্শিদাবাদ জেলা তৃণমূলের অন্যতম পর্যবেক্ষক সৌমিক হোসেনের হাত ধরে বাম ছাত্র পরিষদ ছেড়ে তৃণমূলে যোগ দিল মুর্শিদাবাদ জেলা এসএফআই’য়ের সভাপতি তথা রাজ্য মন্ডলীর সদস্য জোসেফ হোসেন। এছাড়াও ছিলেন সিটু’ র ফারক্কার ব্লক সভাপতি অরুণময় দাস, মুর্শিদাবাদ জেলা বাম কমিটির সদস্য আব্দুস সালাম। রানিনগর ব্লকের ডিওয়াইএফআই সভাপতি সানোয়ার হোসেন সহ ২৮ জন বাম কমিটির সদস্য সহ বিজেপি ও কংগ্রেসের প্রায় ২০০০ নেতা কর্মী ও সমর্থক।

মঙ্গলবার দুপুরে বহরমপুর খাগড়া ঘাট স্টেশন রোডে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রয়াত প্রণব মুখার্জি ছবিতে মাল্যদান ও শ্রদ্ধা জানিয়ে তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন জেলা তৃণমূলের চেয়ারম্যান সুব্রত সাহা। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে এদিনের এই যোগদান সভায় উপস্থিত হয়েছিলেন, জঙ্গিপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জাকির হোসেন, সাগরদিঘির বিধায়ক তথা জেলা তৃণমূলের চেয়ারম্যান সুব্রত সাহা, সামসেরগঞ্জের বিধায়ক তথা রাজ্য যুব তৃণমূলের সদস্য আমিরুল ইসলাম, মুর্শিদাবাদ জেলা যুব তৃণমূলের সভাপতি ইমতিয়াজ কবীর, জেলার অন্যতম পর্যবেক্ষক অরিত মজুমদার ও অশোক দাস, লালবাগ বিধানসভার বিধায়ক সাওনি সিংহ রায় ও খড়গ্ৰামের বিধায়ক আশিষ মার্জিত সহ জলঙ্গীর বিধায়ক আব্দুল রাজ্জাক সহ জেলার বিভিন্ন প্রান্তের তৃণমূল বিধায়ক নেতা ও কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *