রুবেলা টিকাকরণ কর্মসূচির সূচনা পুরুলিয়ায়

সাথী দাস, পুরুলিয়া, ১০ জানুয়ারি: ১০০ শতাংশ সাফল্যের লক্ষ্যে হাম এবং রুবেলা ভাইরাসের টিকাকরণ কর্মসূচি জেলাজুড়ে শুরু হল। উদ্যোগী পুরুলিয়া জেলা প্রশাসন। আনুষ্ঠানিকভাবে জেলাজুড়ে কর্মসূচি আজ থেকেই শুরু হল। পুরুলিয়া শহরের একটি বেসরকারি স্কুলে আনুষ্ঠানিকভাবে এর সূচনা করলেন জেলাশাসক রজত নন্দা। ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: কুণাল কান্তি দে ও অন্যান্য আধিকারিক ও স্কুল কর্তৃপক্ষ। ৯ মাস বয়স থেকে ১৫ বছর পর্যন্ত সব শিশুদের এই টিকা দেওয়া হবে বিনামূল্যে।

সরকারি-বেসরকারি স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, স্কুলছুট, ড্রপ আউট, পরিযায়ী শিশু, হোম, শেল্টার, পথশিশুদের এই টিকা দেওয়া হবে। সব শিশু যাতে এই হামের টিকা পায়, তা সুনিশ্চিত করতে তৎপর জেলা স্বাস্থ্য দফতর। এর জন্য স্বাস্থ্য দফতরের আধিকারিক, পুরুলিয়া পুরসভার স্বাস্থ্য বিভাগের কর্মীরা তৎপরতার সঙ্গে কাজ শুরু করেন।

জেলাশাসক বলেন, “সব স্কুলে এই টিকাকরণ চলবে। আগামী এক মাসের মধ্যে সব বাচ্চাদের দেওয়া হবে। এটার জন্য স্বাস্থ্য আধিকারিক ও কর্মীদের দল কাজ শুরু করেছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *