রাজেন রায়, কলকাতা, ৩ সেপ্টেম্বর: শুধু বাড়ির বাসিন্দাদের ক্ষেত্রেই নয়, শহরের বাজারগুলি থেকেই সব থেকে বেশি শহরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ছে সংক্রমণ, এই আশঙ্কা প্রথম থেকেই করছিল পুরসভা। সেই মত বাজার গুলিতে শুরু হয়েছিল ‘আরটিপিসিআর’ টেস্ট।
বৃহস্পতিবার কলকাতা পুরসভার ১১৮ নম্বর ওয়ার্ডে ও ভিড়ের মধ্যে সুপার স্প্রেডার খুঁজে বের করতে বাজার এলাকায় চলে ‘আরটিপিসিআর’ টেস্ট। ভোলা নাথ মুখার্জি ও দেবপ্রিয় বোস পুরসভার বাজারে অনুষ্ঠিত হয় এই টেস্ট। বাজারের বিক্রেতাদের উৎসাহিত করতে এদিন ওয়ার্ডের কাউন্সিলর তথা কলকাতা পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য তারক সিং নিজেও তাঁর করোনা পরীক্ষা করালেন।
পরে কাউন্সিলর তারক সিং বলেন,‘বাজার থেকেই করোনার সংক্রমণ অভিজাত বাড়িগুলিতে প্রবেশ করছে। তাই করোনার সংক্রমণ রুখতে গেলে আগে লুকিয়ে থাকা সুপার স্প্রেডারদের খুঁজে বের করতে হবে। তাই সুপার স্প্রেডার রুখতেই কলকাতা পুরসভার এই উদ্যোগ।’ এদিন প্রায় ১০০ মানুষের টেস্ট করায় পুরসভা।

