RSS, শতবর্ষ উদযাপন আরএসএস- এর, লক্ষ হিন্দুর সম্মেলন করবে সংঘ

আমাদের ভারত, ৮ জুলাই: ১৯২৫ সালে কেভি হেডগেওয়ারের হাত ধরে যে সংগঠনের পথ চলা শুরু হয়েছিল। সেই সেদিনের চারা গাছ আজ মহীরুহ। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এবার শতবর্ষ। আর এই উপলক্ষে হিন্দু সমাজকে একত্রিত করতে দেশে এক লক্ষ হিন্দু সম্মেলনের লক্ষ্যমাত্রা নিল আরএসএস।

দেশ জুড়ে ৫৮ হাজার ৯৬৪ মন্ডল এবং ৪৪৫৫টি বস্তিতে অনুষ্ঠিত হবে হিন্দু সম্মেলন। পাশাপাশি ভাষা বিতর্কের মধ্যে আঞ্চলিক ভাষাকে প্রাধান্য দিয়ে কর্মসূচি গ্রহণ করবে সংঘ।

শতবর্ষ উদযাপনের রূপরেখা স্থির করতে সংগঠনের প্রান্ত প্রচারকদের নিয়ে গত শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দিল্লিতে বৈঠক করেছে আরএসএস। বৈঠকে সংঘের মুখপাত্র সুনীল আম্বেকর জানান, শতবর্ষে গ্রামীণ অঞ্চলের মন্ডল স্তরে এবং শহরাঞ্চলে বস্তি স্তরে হিন্দু সম্মেলন অনুষ্ঠিত হবে। যাতে সমাজের সকল স্তরের মানুষ অংশগ্রহণ করতে পারেন। বর্তমানে দেশে ৫৮ হাজার ৯৬৪টি মন্ডল ১৪৪৫৫টি বস্তি রয়েছে। সেগুলিতে সামাজিক উৎসব, সামাজিক ঐক্য, সম্প্রীতি নিয়ে আলোচনা হবে।

সম্মেলনের লক্ষ্য, হিন্দু সমাজের বিভাজন দূর করা। সংঘের মতাদর্শ প্রচার সংঘ সাহিত্য বিতরণ করা হবে দলীয় কর্মীদের তরফে।

শতবর্ষ উপলক্ষে ধুমধাম করে সংগঠনের সাফল্য উদযাপন করা হবে। রাজনৈতিক মহল মনে করছে এরফলে লাভবান হবে বিজেপিও। হিন্দু ভোট ব্যাঙ্কে ভাষাভিত্তিক, রাজ্যভিত্তিক যে বিভাজন ঘটেছে, তা ঘটিয়েছে কংগ্রেস সহ বিরোধীরা। তার বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করা সম্ভব হবে আরএসএসের হাত ধরে।

এছাড়াও ভাষা বিতর্কেও একটি বড় পদক্ষেপ করছে তারা। দেশের বিভিন্ন প্রান্তে ভাষা সংক্রান্ত বিতর্কে প্রতিটি আঞ্চলিক ভাষাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে ব্যাখ্যা করে প্রাথমিক স্তরে আঞ্চলিক ভাষায় শিক্ষা দেওয়ার উপর জোর দিচ্ছে তারা। আর এস এস মনে করে, ভারতের প্রতিটি ভাষা হলো জাতীয় ভাষা। তাই আঞ্চলিক ভাষায় শিক্ষাদানের জোর দিতে চাই আরএসএস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *