পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২০ ডিসেম্বর: ঝাড়খণ্ডের জঙ্গল ছেড়ে বেলপাহাড়িতে রয়েল বেঙ্গল টাইগার জিনাত। বনদপ্তর সূত্রে জানাগেছে, এদিন ভোর সাড়ে চারটে নাগাদ বেলপাহাড়ির কাটুচুয়া জঙ্গলে প্রবেশ করেছে। বর্তমানে জিনাত কাটুচুয়া সংলগ্ন জঙ্গলেই রয়েছে।
বনদপ্তর খবর পাওয়ার পরেই পুরো এলাকাজুড়ে শুরু হয়েছে মাইকিং প্রচার। ঝাড়গ্রামের ডিএফও- সহ উচ্চপদস্থ অধিকারিরা বেলপাহাড়ি এলাকায় এসে পৌঁছেছেন। জঙ্গলে না যাওয়ার জন্য এলাকাবাসীদের আবেদন করা হয়েছে বনদপ্তরের পক্ষ থেকে। জানা গিয়েছে, বাঘ ধরার জন্য খাঁচা ব্যবহার করা হবে, তার জন্য খাঁচাও নিয়ে আসা হয়েছে।
এলাকাবাসীরা জানাচ্ছেন, কাটুচুয়া জঙ্গলে বড় বড় গুহা রয়েছে। যদি সেখানে বাঘটি ঢুকে পড়ে তাহলে বড় দপ্তরের পক্ষ থেকে উদ্ধার করা অনেক কষ্টকর হবে। তবে বড় দিনের মরসুমে জেলায় এখন পর্যটকে ঠাসা। বিশেষ করে বেলপাহাড়ি এলাকায় প্রতিটি হোম স্টে ও অতিথি নিবাসে পর্যটকে ভর্তি রয়েছে। তবে অযথা তারা যাতে আতঙ্কিত না হয় সেজন্য প্রচার করছে বন দফতর। সাবধনতা অবলম্বন করে পর্যটকদের বেড়ানোর কথা জানাচ্ছে প্রশাসন।