রয়েল অ্যাকাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ জানুয়ারি: প্রয়াত বিশিষ্ট শিক্ষাব্রতী ড: রজনীকান্ত দোলুই প্রতিষ্ঠিত মেদিনীপুর শহরের স্বনামধন্য ইংরেজি মাধ্যম বিদ্যালয় রয়েল অ্যাকাডেমির দু’দিনের ষোড়শ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে মেদিনীপুর শহরের শ্রী অরবিন্দ স্টেডিয়ামে। শুক্রবার সকালে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাস্টার্স অ্যাথলেটিক ফেডারেশন অব ইন্ডিয়ার পশ্চিম মেদিনীপুর শাখার সভাপতি ডাঃ হৃষিকেশ দে। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধনের আগে সুসজ্জিত মার্চ পাস্ট, পতাকা উত্তোলন, মশাল প্রজ্বলন ও শপথ গ্রহণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের পক্ষে উপস্থিত সকলকে স্বাগত জানান বিদ্যালয়ের অধ্যক্ষ সত্যব্রত দোলুই এবং সম্পাদিকা শ্রীমতী ভক্তি দোলুই।

এদিনের খেলার মাঠে প্রতিযোগীদের উৎসাহিত করতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএবি’র সদস্য বিশিষ্ট ক্রীড়াপ্রেমী সুজয় হাজরা, সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেডক্রসের জেলা সম্পাদক চিকিৎসক ডাঃ গোলোক বিহারী মাজি, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সঞ্জিত তোরাই, ইষ্টবেঙ্গল দলের ক্রিকেট কোচ, প্রাক্তন ক্রিকেটার সুশীল শিকারিয়া, সব্যসাচী পত্রিকার সম্পাদক নিশীথ দাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

এদিনের ক্রীড়া প্রতিযোগিতায় পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীরা বিভিন্ন বিভাগের রানিং, থ্রোয়িং, জাম্পিং এর মোট ৩২টি ইভেন্টে অংশ নেয়। এছাড়াও স্কিপিং, ফ্যান্সি ড্রেসের মতো আকর্ষণীয় বিষয়ে প্রতিযোগিতা হয়। অভিভাবক-অভিভাবিকারা দুটি ইভেন্টে অংশ নেন। সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার ও মানপত্র তুলে দেওয়া হয়। শনিবার নার্সারি ও প্রাথমিক বিভাগের ক্রীড়া প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হবে। শনিবার প্রতিযোগীদের উৎসাহিত করতে মাঠে উপস্থিত থাকবেন বিধায়ক দীনেন রায়, প্রাক্তন ফুটবলার রামানন্দ মুখার্জি, পিএমডিসিসিআই’য়ের সাধারণ সম্পাদক চন্দন বসু, অ্যাথালেটিক কোচ ড: সুব্রত পান, বিশিষ্ট শিক্ষক ও লেখক শিশির চক্রবর্তী, ডিএসএ’র কোষাধ্যক্ষ তারাপদ পাল সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এদিনের প্রতিযোগিতা সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান বিদ্যালয়ের প্রিন্সিপাল সত্যব্রত দোলুই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *