সাথী দাস, পুরুলিয়া, ৮ জুন: জেলা পুলিশে রদবদল সাধারণত এই রকমটা আগে কখনও হয়নি। বিভিন্ন থানার ওসি রদবদল হয়েছে। হয়েছে সাব ইন্সপেক্টরদেরও অন্য থানায় বদল। তবে, এবারের বদলির নির্দেশিকায় একটা বাড়তি চমক দেখা গেল। জেলায় প্রথম কোনও মহিলা আধিকারিক সাধারণ থানার ওসি হিসেবে কাজে যোগ দিচ্ছেন। পুরুলিয়া সদর মহিলা থানার ওসি পারমিতা সমাদ্দারকে বদলি করে পুঞ্চা থানার ওসি হিসেবে যোগ দেওয়ার নির্দেশিকা জারি হল। এই নির্দেশিকা পৌছাতেই একটা উৎসাহ দেখা গিয়েছে জেলা মহিলা পুলিশকর্মীদের মধ্যে। দক্ষ এবং যোগ্য আধিকারিক হিসেবেই ওই থানার দায়িত্ব নিতে যাচ্ছেন পারমিতা সমাদ্দার। সম পদমর্যাদা হলেও একটু বাড়তি দায়িত্ব তাঁকে সামলাতে হবে বলে মনে করছেন জেলার পুলিশ মহল। খবর পেতেই ওসি পারমিতা সমাদ্দারকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত পুঞ্চা থানা।
জেলা পুলিশের ওই নির্দেশিকায় কোটশিলা থানার ওসি অমিত মাসন্তকে কাশীপুর থানার ওসি, পুঞ্চা থানার ওসি বিশ্বজিৎ মন্ডল হলেন হুড়া থানার ওসি। কাশীপুর থানার ওসি থেকে শ্রীকান্ত মুলা হলেন কোটশিলা থানার ওসি। রঘুনাথপুর থানার এসআই তাপস মিশ্র হলেন কেন্দা থানার ওসি। ঝালদা থানার এসআই অর্পিতা দাস হলেন পুরুলিয়া সদর মহিলা থানার ওসি। হুড়া থানার ওসি তারাপদ মন্ডলকে দায়িত্ব কমিয়ে স্থানান্তর করা হল পুরুলিয়া সদর থানায়। কেন্দা থানার ওসি গোপীকা সুন্দর দত্ত স্থানান্তর করা হল পুরুলিয়া মফস্বল থানায়, পুরুলিয়া সদর থানার এস আই সুবল গোস্বামীকে স্থানান্তর করা হল ঝালদা থানায়, পুরুলিয়া মফস্বল থানার এস আই সুভাষ মালিককে স্থানান্তর করা হল রঘুনাথপুর থানায়, পুরুলিয়া সদর থানার এসআই রামু গুরুংকে স্থানান্তর করা হল কোটশিলা থানায়, কেন্দা থানার এসআই মন্ডলকে স্থানান্তর করা হল পুরুলিয়া সদর থানায়, কোটশিলা থানার এসআই কেশর বেরাকে স্থানান্তর করা হল কেন্দা থানায়।