আমাদের ভারত, হাওড়া, ১৮ ডিসেম্বর: এলাকায় শান্তি বজায় রাখতে উলুবেড়িয়ায় পুলিশের রুটমার্চ চলছে। আজ সকাল থেকে রুট মার্চ শুরু হয়েছে। অন্যদিকে উলুবেড়িয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক আহত কৌশিক কুন্ডু সুস্থ হওয়ার পর আজ কাজে যোগ দিয়েছেন।
উলুবেড়িয়ার এসবিপিও পার্থ ঘোষের পরিচালনায় আজ সকাল থেকে উলুবেড়িয়ায় রুটমার্চ শুরু হয়েছে। সশস্ত্র পুলিশ বাহিনী উলুবেড়িয়া শহর, ষ্টেশন ও বিভিন্ন জায়গায় রুট মার্চ করে। রুট মার্চ থেকে এলাকার মানুষকে শান্ত থাকার আহ্বান জানানোর পাশাপাশি অযথা জমায়েত না করার পরামর্শ দেওয়া হয়। এলাকায় পুলিশের রুট মার্চ চলতে থাকায় খুশি সাধারণ মানুষ।
উল্লেখ্য, সংশোধিত নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে গত শুক্রবার অশান্ত হয়ে ওঠে উলুবেড়িয়া। রবিবার রাতে আক্রান্ত হয় উলুবেড়িয়া থানার পুলিশ। পুলিশের ২টি গাড়ি ভাঙ্গচুর করা হয়। ঘটনায় উলুবেড়িয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৌশিক কুন্ডু মারাত্মকভাবে জখম হন। তাঁকে প্রথমে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। আজ সকালে কাজে যোগ দেন।