আমাদের ভারত, শিলিগুড়ি, ৩১ জানুয়ারি: আগামী ১২ ফেব্রুয়ারি শিলিগুড়ি পুরসভার নির্বাচন। আর সেই নির্বাচনকে শান্তিপূর্ণ করতে তৎপর প্রশাসন। ইতিমধ্য পুরসভার অন্তর্গত স্পর্শকাতর নির্বাচন কেন্দ্রগুলিকে চিহ্নিত করা হয়েছে। আর সেই বুথগুলিতে যাতে অবাধ ও শান্তিপূর্ণ ভোট হয় তার তোড়জোড় শুরু করেছে নির্বাচন কমিশন। সেই পরিপেক্ষিতে ওই সমস্থ বুথে স্থানীয় পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে রুটমার্চ করছে মহকুমা শাসক শ্রীনিবাসন পাটিল। উপস্থিত ছিলেন এসিপি ইস্ট সুভেন্দ্র কুমার। সোমবার ৩৫ নম্বর ও ৩৪ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি বুথে যান তিনি।
বুথের সমস্থ ছোট ছোট বিষয় খতিয়ে দেখে মহকুমা শাসক শ্রীনিবাস পাটিল জানান, কোভিড সম্পর্কিত সমস্থ নিয়ম মেনে নির্বাচন সংগঠিত করা হবে। বুথে বুথে আশা কর্মীদের নিযুক্ত করা হবে। তারাই ভোটারদের স্যানেটাইজ থেকে থার্মাল স্ক্রিনিং সবটাই করবে। পাশাপাশি মাস্ক বিতরণ ও দূরত্ববিধি মেনেই ভোট করানো হবে বলে জানান তিনি।