আমাদের ভারত, জলপাইগুড়ি, ২ মার্চ: লোলসভা ভোট এখনও ঘোষণা হয়নি, তার আগেই ভোটারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ময়দানে নামলো কেন্দ্রীয় বাহিনী। শুক্রবার জলপাইগুড়ি সদর ব্লকে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছোয়। শনিবার সকাল থেকে সদর ব্লকের বিভিন্ন গ্রামে কোতোয়ালি থানার পুলিশকে সঙ্গে নিয়ে রুট মার্চ করছেন কেন্দ্রীয় বাহিনী। ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলছেন বাহিনী।
অন্যদিকে গত বিধানসভা ভোট কী রকম হয়েছে, কেউ ভোট দানে বাধা দিয়েছে কিনা সব তথ্য সংগ্রহ করছে বাহিনী। এদিন কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ছিলেন কোতোয়ালি থানায় আইসি সঞ্জয় দত্ত। অন্যদিকে যেসব এলাকা স্পর্শকাতর সেই সব এলাকায় বাড়তি নিরাপত্তা দেওয়া হবে বলে দাবি কেন্দ্রীয় বাহিনীর।