আমাদের ভারত, হুগলী, ২ আগস্ট: বাড়ি থেকে উদ্ধার এক প্রৌঢ়ার পচা গলা মৃতদেহ। উদ্ধার করল শ্রীরামপুর থানার পুলিশ। ঘটনা হুগলীর শ্রীরামপুরের চাতরা দু’নম্বর ওয়ার্ডের।
স্থানীয়দের বক্তব্য, গতকাল থেকে পচা গন্ধ পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়, খবর দেওয়া হয় স্থানীয় জনপ্রতিনিধিকেও। তারা এসে দরজা ভেঙ্গে দেহ উদ্ধার করে। মৃতের নাম সুষমা রায়(৭৯)। তার মেয়ের সাথেই তিনি এই বাড়িতে থাকতেন বলে খবর। তাদের অনুমান গত শুক্রবার দিন তার মৃত্যু হয়েছে, কিন্তু কি কারণে মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। মানসিক ভারসাম্যহীন মেয়েও ওই ঘরেই অসংলগ্ন অবস্থায় ছিল। তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।


