আমাদের ভারত, মেদিনীপুর, ৫ এপ্রিল: লকডাউন পুরোপুরি সফল করার লক্ষ্যে মেদিনীপুর শহরের রাস্তায় প্রচারে নেমেছে রনপা পুলিশ। করোনা ভাইরাস প্রতিহত করতে ঘোষিত লকডাউন আরও কার্যকরী করে তুলতে এই নতুন পন্থা নেওয়া হয়েছে বলে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের আধিকারিকরা জানিয়েছেন।
রবিবার সকাল থেকে মেদিনীপুর শহরের এলআইসি মোড় ও বটতলা চক এলাকায় জেলা পুলিশের রণপা পরা কর্মীরা মাইকিং করে করোনা ভাইরাসের সতর্কতামূলক প্রচার চালান এবং লকডাউন সফল করতে সমস্ত শহরবাসীকে আবেদন জানান। জেলার সাধারণ মানুষ যাতে আরো বেশি সচেতন হন এবং বাড়ির বাইরে না বেরিয়ে লকডাউন সম্পূর্ণভাবে সফল করেন সেই লক্ষ্যেই জেলা পুলিশের পক্ষ থেকে এই অভিনব প্রচার চালানো হচ্ছে বলে পুলিশ সুপার দিনেশ কুমার জানিয়েছেন।