আলিপুরদুয়ারে আমার ওপর রোহিঙ্গারা হামলা চালিয়েছিল: দিলীপ ঘোষ

আমাদের ভারত, ব্যারাকপুর, ১৫ নভেম্বর: সম্প্রতি আলিপুরদুয়ারের দিলীপ ঘোষের উপর হামলা হয়েছিল। তার গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। আজ হামলাকারীদের পরিচয় সম্পর্কে মুখ খুললেন দিলীপ ঘোষ। তিনি বলেন, সেদিন যারা হামলা চালিয়েছিল তারা ছিল রোহিঙ্গা। তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গ উগ্রপন্থীদের আশ্রয়স্থল হয়ে উঠেছে অন্য জায়গা থেকে তাড়া খেয়ে পশ্চিমবঙ্গ এসে তারা আশ্রয় নিচ্ছে। আজ উত্তর ২৪ পরগনার বরানগরের টবিন রোডে চায়ে পে চর্চা অনুষ্ঠানে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যে জঙ্গি সংগঠনের প্রসঙ্গ তুলে একথা বলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ।

দিলীপ ঘোষ বলেন, “পশ্চিমবঙ্গ বর্তমানে উগ্রপন্থীদের এবং রোহিঙ্গাদের আশ্রয়স্থল হয়ে উঠেছে। এখানকার অবস্থা কাশ্মীরের থেকেও খারাপ। উগ্রপন্থীরা অন্য রাজ্য থেকে ধাওয়া খেয়ে এসে এখানে আশ্রয় নেয়। মুর্শিদাবাদে সম্প্রতি ৬ জন উগ্রপন্থী ধরা পড়েছে। উত্তরবঙ্গে আমার উপর যে হামলা করা হয়েছে তা বহিরাগতরা করেছে। খুব ভালো করে হামলাকারীদের মুখগুলো সামনে থেকে দেখলেই বোঝা যাবে ওরা ভারতীয় নয়, রোহিঙ্গা। এরাই তৃণমূলের হয়ে ভোট করে তৃণমূলকে জেতায়। এমনকি বাংলাদেশের খালেদাজিয়া বলছে, ভারত থেকে দুষ্কৃতীরা বাংলাদেশে গিয়ে অত্যাচার করছে। খুবই চিন্তার বিষয়, দেশের সুরক্ষার বিষয় নিয়ে যখন রাজনীতি করা হচ্ছে তখন তা চিন্তার। তাই এই তৃণমূল সরকার পরিবর্তনের সময় এসেছে।”

তিনি বলেন, “এক সময় শুনেছিলাম আমার নাম জঙ্গিদের হিটলিস্টে ১ নম্বরে আছে। ।তবে ভয় পেলে চলবে না। এই সরকার ক্ষমতা থেকে চলে গেলে বাংলায় শান্তি ফিরবে।”

রবিবার সকালে দিলীপ ঘোষ বরানগরের টবিনরোড সংলগ্ন এলাকায় চায়ে পে চর্চা অনুষ্ঠানে যোগ দেন। প্রথমে তিনি গাড়ি করে ডানলপ মোড়ে আসেন। সেখান থেকে তাঁকে ঘোড়ায় টানা গাড়িতে করে টবিন রোডে নিয়ে যান বিজেপি কর্মীরা। তিনি ফিরহাদ হাকিমের প্রসঙ্গ টেনে বলেন, “তৃণমূলের যে নেতারা আমাকে নিয়ে কুকথা বলছে, তারা নিজেরা পিছনের দরজা দিয়ে গিয়ে ফের ক্ষমতায় বসেছে। তারা আসলে হেরে বসে আছে। নৈতিক ভাবে ক্ষমতা হারিয়েছে। আগামী মে মাসে তারা চলে যাবে।” দিলীপবাবু এদিন বিজেপি সমর্থকদের উদ্দেশ্যে বলেন, “বাংলায় মে মাসে বিজেপি ক্ষমতায় আসবে। বাংলার মানুষ ৪০% ভোট দিয়ে বিজেপিকে লোকসভায় এগিয়ে রেখেছে । আসন্ন বিধানসভা নির্বাচনে বাম, তৃণমূল, কংগ্রেস, মিম সবাই একজোট হয়ে লড়লেও বিজেপি একক ভাবে বাংলায় ক্ষমতা দখলের জায়গায় পৌঁছে গেছে। ওরা অত্যাচারী, ওদের বাংলার মানুষ ভোট দেবে না। বাংলায় বিজেপি একমাত্র দল যারা আগামীদিনে বিকাশ করবে, উন্নয়ন করবে। পুলিশ দিয়ে ক্ষমতায় বসে থাকা সম্ভব নয়। ওরা শুধু বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়। আমার বিরুদ্ধেও সব মিথ্যা কেস দিয়েছে। আমরা আইনত মামলা লড়ছি। পুলিশ মেরুদন্ডহীন হয়ে পড়েছে।” তবে এদিন শুভেন্দু অধিকারী সম্পর্কে তেমন কোনও মন্তব্য করেননি দিলীপ ঘোষ। তাকে শুভেন্দু অধিকারী সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ওটা তৃণমূলের অভ্যন্তরীণ ব্যপার। ওটা যা হবে আগামীদিনে সামনে চলে আসবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *